সেনাপ্রধানের সঙ্গে ভারতের বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রকাশ: ২৮ জুন ২১ । ২২:৩৫

সমকাল প্রতিবেদক

সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া। এসময় ক্রেস্ট প্রদান করছেন সেনাবাহিনী প্রধান। ছবি: আইএসপিআর

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া। সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন।

বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান ভারতের বিমানবাহিনী প্রধান।

তিনি আশা প্রকাশ করেন, নতুন সেনাপ্রধান বাহিনীকে আরও এগিয়ে নিয়ে যাবেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাৎ করার জন্য ভারতের বিমানবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান বাংলাদেশের সেনাপ্রধান। তিনি মহান মুক্তিযুদ্ধে ভারতীয় বিমানবাহিনীর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এয়ার চিফ মার্শাল রাকেশ কুমারের নেতৃত্বে ভারতের বিমানবাহিনীর দুই সদস্যের প্রতিনিধি দল চার দিনের রাষ্ট্রীয় সফরে ২৬ জুন ঢাকায় আসে। সফর শেষে আজ মঙ্গলবার দলটির ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে। আইএসপিআর।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com