
কামরাঙ্গীরচরে অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর
প্রকাশ: ৩০ জুন ২১ । ০৮:৩৬
সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় আফিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে কামরাঙ্গীরচরের ঝাউচরের বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আট মাস আগে আফিয়ার সঙ্গে আব্দুল্লাহ আল ফয়সালের বিয়ে হয়েছিল। বিয়ের আগে তাদের প্রেম ছিল। ফয়সাল বিদেশি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী। তিনি দাবি করেছেন, বিকেলে বাসায় ফিরে স্ত্রীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে যান। তবে আফিয়ার স্বজনরা অভিযোগ তুলেছেন, কলহের জেরে স্বামী তাকে মেরে ফেলতে পারেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফয়সাল বলেন, বিকেল ৩টার দিকে ঘরের দরজা বন্ধ ছিল। ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে দরজা ভেঙে আফিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। নিজেরা বিয়ে করলেও দুই পরিবারই তা মেনে নিয়েছিল। তার দাবি, আফিয়া আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য থাকলেও আত্মহত্যার মতো পরিস্থিতি ছিল না।
আফিয়ার মা শিউলি বেগম বলেন, বিয়ের পর থেকে তাদের সম্পর্ক ভালো ছিল না, প্রায়ই ঝগড়া হতো। যৌতুকের জন্য চাপ দিচ্ছিল ফয়সাল। এসব কারণেই তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে।
কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান সমকালকে বলেন, ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com