হারারে পৌঁছেছে টাইগাররা

প্রকাশ: ৩০ জুন ২১ । ১২:৫০

স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়েতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল।

জিম্বাবুয়েতে পৌঁছেছে বাংলাদেশ। দোহা এবং জোহানেসবার্গ হয়ে ২৯ জানুয়ারি মঙ্গলবার জিম্বাবুয়ে সময় রাত ৯টা ২০ মিনিটে ম্যাচ ভেন্যু হারারেতে পৌঁছেছেন তারা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)-এর মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

রাবিদ ইমাম বলেন, ‘ঢাকা থেকে কাতারের রাজধানী দোহা হয়ে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, এরপর সেখান থেকে অবশেষে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ’

বাংলাদেশ দল প্রথম প্র্যাকটিসে নামবে ১লা জুলাই। এর আগে বুধবার হোটেলেই বিশ্রাম নেবেন মুশফিকরা। সদ্য নিযুক্ত ব্যাটিং পরামর্শক অ্যাশোয়াল প্রিন্স জোহানেসবার্গ থেকে এবং বোলিং কোচ রঙ্গনা হেরাথ দলের সঙ্গে যোগ দিয়েছেন দোহা থেকে।

সাদমান ইসলাম এবং সাকিব আল হাসান বুধবার দলের সঙ্গে যোগ দেবেন। জিম্বাবুয়েতে বাংলাদেশ একটা টেস্ট এবং তিনটা করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলবে। একমাত্র টেস্টের আগে রয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচে। ওয়ানডের আগেও রয়েছে একটা প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ তবে টি-টোয়েন্টির আগে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেনা বাংলাদেশ। 

আগামী ৭ জুলাই থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোষাকের ক্রিকেটে নামবে টিম বাংলাদেশ। এরপর ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বেশ গুরুত্বপূর্ণ এ সিরিজে রয়েছে ওয়ানডে সুপার লিগের ত্রিশ পয়েন্ট। ২৩ জুলাই শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ হবে ২৭ জুলাই।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com