লকডাউনে বাড়ছে যান চলাচল

২৮ জুলাই ২১ । ০০:০০

নবীগঞ্জ প্রতিনিধি

লকডাউনের মধ্যেও প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গতকাল মঙ্গলবার নবীগঞ্জে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনাক্তেও ছিল রেকর্ড। তবে এত ভয়াবহ অবস্থার পরও মানুষের মাঝে তেমন সচেতনতা নেই। লকডাউনের পঞ্চম দিন মঙ্গলবার নবীগঞ্জের বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চলাচল দুটোই আগের তুলনায় বেড়েছে। বেশ কিছু সড়কে যানজটও লক্ষ্য করা গেছে।

বেসরকারি ব্যাংকে চাকরি করা আশরাফুল বলেন, 'গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশা, অটোরিকশা, সিএনজি অটোরিকশায় চড়ে ঠিকই মানুষ চলাচল করছে। এতে সংক্রমণ কমবে না। লকডাউন কার্যকর করতে হলে সব প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।'

জরুরি প্রয়োজন ছাড়াও অনেককেই রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে। ইসমাইল আলী নামে এক ব্যক্তি বলেন, 'সিগারেট কিনতে এবং মোবাইলে রিচার্জ করার জন্য বাইরে বের হয়েছি।'\হনাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা পুলিশের কর্মকর্তা বলেন, 'যাদের সন্দেহ\হহচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করছি। যথাযথ কারণ বলতে পারলে\হতাদের আমরা যেতে দিচ্ছি, অন্যথায় মামলা দেওয়া হচ্ছে। এর বেশি আর কীই-বা করার আছে।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com