ফের পেছাল চবির ভর্তি পরীক্ষা

প্রকাশ: ১৫ জুলাই ২১ । ০১:৪২

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবারও পেছানো হয়েছে। ২৭ অক্টোবর থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে একবার পিছিয়ে ২০ আগস্ট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বুধবার রাতে ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান বলেন, ভর্তি পরীক্ষা শুরু হবে ২৭ অক্টোবর। বিস্তারিত পরে জানানো হবে।

চবির ভর্তি পরীক্ষা প্রথম দিকে ২২ জুন শুরু হওয়ার কথা ছিল। পরে করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে ২০ আগস্ট নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) বেনু কুমার দে সমকালকে বলেন, পরীক্ষার বিস্তারিত সূচি বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com