রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু

প্রকাশ: ১৫ জুলাই ২১ । ০৯:৫১

রাজশাহী ব্যুরো

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসাপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৬ জন, পাবনার ৬ জন, নওগাঁ ও নাটোরের ২ জন করে এবং চাঁপাইনবাবগঞ্জে ৩ জন মারা গেছেন। 

মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ, ১২ জন উপসর্গ নিয়ে এবং দু'জন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৬ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০৭ জন। 

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৬৫০টি নমুনা পরীক্ষায় ১৬৮জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৫ দশমিক ৮৫ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৯৪টি নমুনা পরীক্ষায় ৮ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ৮ দশমিক ০১ শতাংশ। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com