করোনা: বগুড়ায় আরও ১৬ জনের মৃত্যু

প্রকাশ: ১৫ জুলাই ২১ । ১২:৫৯

বগুড়া ব্যুরো

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দশজন।

বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার সরকারি-বেসরকারি করোনা বিশেষায়িত তিনটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।

বগুড়া  সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক বৃহস্পতিবার সকালে অনলাইনে জেলার করোনা সংক্রমণ পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন। ব্রিফিং-এ তিনি শুধু করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৬ জনের পরিচয় তুলে ধরেন। আর উপসর্গে মৃত্যুবরণকারী ১০ জনের সংখ্যা জানায় সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

ডা.সাজ্জাদুল হক বলেন, করোনাভাইরাসে জেলায় নতুন করে আরও ১৭৬ জন আক্রান্ত হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫৮ শতাংশ।

তিনি জানান, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮২জন এবং এন্টিজেন পরীক্ষায় ২০৩জনের মধ্যে ৭৭জন করোনায় শনাক্ত হয়েছেন।  এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ নমুনায় ১৭জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৫৪৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে  ৪৯১জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ হাজার ৪জন চিকিৎসাধীন।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com