
খুলনা বিভাগে একদিনে আরও ৪৭ মৃত্যু
প্রকাশ: ১৫ জুলাই ২১ । ১৭:১৪
খুলনা ব্যুরো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১ হাজার ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী মারা গেছে খুলনা জেলায় ১৬ জন। এর আগে বুধবার বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়। এদিন করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৬২১ জনের।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। এছাড়া ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও যশোরে ৪ জন করে, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে রোগী মারা গেছে।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ১ হাজার ৩৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ শতাংশ। একই সময়ে খুলনার হাসপাতালগুলোতে ১৬ জনের মৃত্যু হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com