
এনআইডি কার্ড ও পাসপোর্টসহ রোহিঙ্গা আটক
প্রকাশ: ১৫ জুলাই ২১ । ১৭:২০ | আপডেট: ১৫ জুলাই ২১ । ১৯:৩৫
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে এনআইডি কার্ড ও পাসপোর্টসহ আটক রোহিঙ্গা- সমকাল
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে জাতীয় পরিচয়পত্র সনদ (এনআইডি কার্ড) ও পাসপোর্টসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৬-এপিবিএন) একটি দল মো. তৈয়ুব নামে এ রোহিঙ্গাকে বুধবার টেকনাফের উনচিপ্রাং ক্যাম্প থেকে আটক করে। তৈয়ুব রোহিঙ্গা ক্যাম্পের আবু শামার ছেলে।
১৬-এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্পের সি-ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বাংলাদেশি এনআইডি (স্মার্ট) কার্ড, পাসপোর্ট ও ইউএনএসসিআর এর দেওয়া একটি ত্রাণের কার্ডের উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আটক রোহিঙ্গার এনআইডি কার্ডে তার নিজের নামের জায়গায় মো. খালেদ হোসেন এবং হোল্ডিং -১৪৪২, গ্রাম/রাস্তা- সবুজবাগ, রামপুর, ডাকঘর- হালিশহর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঠিকানা উল্লেখ করা হয়েছে। এছাড়া পাসপোর্টে জন্ম স্থান ঢাকা এবং স্থায়ী ঠিকানা হালিশহর হাউজিং স্টেট বলে উল্লেখ রয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com