বরগুনার ২৯ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ

প্রকাশ: ১৫ জুলাই ২১ । ১৭:৩৪ | আপডেট: ১৫ জুলাই ২১ । ২৩:২৪

বরগুনা প্রতিনিধি

বরগুনার ২৯ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ বাক্য পাঠ করছেন -সমকাল

বরগুনার ৫টি উপজেলার ২৯ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবীর, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বরগুনা জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নের মধ্যে গত ২১ জুন প্রথম ধাপে ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com