
দেশে করোনায় আরও ২২৬ মৃত্যু
প্রকাশ: ১৫ জুলাই ২১ । ১৭:৪৮ | আপডেট: ১৫ জুলাই ২১ । ২২:০৬
অনলাইন ডেস্ক

করোনার নমুনা দিতে অনেকেই হাসপাতালে ভিড় করছেন ছবি : ফোকাস বাংলা
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৭ হাজার ২৭৮ জনের মৃত্যু হলো।
এ ছাড়া দেশে নতুন করে আরও ১২ হাজার ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনের করোনা শনাক্ত হলো।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৪৪ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা, ২৪ ঘণ্টায় মৃত ২২৬ জনের মধ্যে ১৪০ জন পুরুষ ও ৮৬ জন নারী রয়েছেন। এদের মধ্যে ৭৪ জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনায় ৫২, চট্টগ্রামে ৪২, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ৫, রংপুরে ১৩ এবং ময়মনসিংহে আরও ১০ জন মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও ৮ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন। সুস্থতার হার ৮৪ দশমিক ৫১।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com