
চলে গেলেন খুলনার 'কচি ওস্তাদ'
প্রকাশ: ১৫ জুলাই ২১ । ২১:২০
খুলনা ব্যুরো

কাজী আবদুস সাত্তার কচি
জাতীয় দলের সাবেক ক্রিকেটার কাজী আবদুস সাত্তার কচি মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
বৃহস্পতিবার দুপুরে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। জেলার ক্রীড়াঙ্গনে সবার কাছে তিনি 'কচি ওস্তাদ' নামেই পরিচিত ছিলেন। মঙ্গলবার শ্বাসকষ্টজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
আবদুস সাত্তার কচি একাধারে জাতীয় দলের সাবেক ক্রিকেটার, জাতীয় লিগে খুলনার প্রথম শিরোপাজয়ী কোচ। শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার হিসেবে কর্মজীবন শেষ করে অবসর জীবনযাপন করছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ এশা জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com