ঈদ শেষে গন্তব্যে ফেরা নিয়ে দুশ্চিন্তায় যাত্রীরা

প্রকাশ: ১৫ জুলাই ২১ । ২১:৩৪ | আপডেট: ১৫ জুলাই ২১ । ২২:৪১

সমকাল প্রতিবেদক

ছবি: ফাইল

করোনা মহামারি মোকাবিলায় জারি করা বিধিনিষেধের কারণে ১৪ দিন বন্ধ থাকার পর  বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।  বাংলাদেশ বিমানসহ দেশীয় বেসরকারি দুটি এয়ারলাইন্স নভোএয়ার ও ইউএস বাংলা ফ্লাইট পরিচালনা করে। সকাল ৭টা থেকে ফ্লাইট পরিচালনা শুরু হয়। কর্মকর্তারা জানান, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। তবে ঈদ শেষে গন্তব্যে ফেরা নিয়ে যাত্রীদের মধ্যে দুশ্চিন্তা রয়েছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-যশোরসহ কয়েকটি রুটে ছেড়ে গেছে বিমানসহ বেসরকারি এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইট। তবে ঈদুল আজহার পরদিন ২৩ জুলাই ফের দেশব্যাপী লকডাউন শুরু হবে। এদিন ভোর ৬টায় ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এ খবর শোনার পর ঈদ শেষে ঢাকায় গন্তব্যে ফেরা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বিমান যাত্রীরা।

বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ শেষে মাত্র একদিন (২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত) ফ্লাইট চালু থাকবে। এতে করে ফিরতি ফ্লাইটে যাত্রীদের চাপ বাড়বে। এ কারণে ঈদ শেষে ঢাকাসহ অন্যান্য গন্তব্যে ফেরা নিয়ে যাত্রীদের দুশ্চিন্তার কথা সংশ্নিষ্ট এয়ারলাইন্স কর্মকর্তারা জানতে পেরেছেন।

মঙ্গলবার বেবিচকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করবে। ওই দিন থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত ফ্লাইট চলবে।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com