ফরিদপুরে এফবিসিসিআই'র স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ

প্রকাশ: ১৫ জুলাই ২১ । ২২:১৭ | আপডেট: ১৫ জুলাই ২১ । ২২:২৭

ফরিদপুর অফিস

ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেন।ছবি: সমকাল

'করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি, করোনাকে না বলি, জীবনকে হ্যাঁ বলি' এই স্লোগান সামনে রেখে ফরিদপুরে এফবিসিসিআই এর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের নিউমার্কেট ও চকবাজার এলাকায় ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা এ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, আওলাদ হোসেন বাবর, মোসলেন উদ্দিন, মনির হোসেন, লায়ন মো. মহসিন শরীফসহ বাজার বণিক সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান জানান, ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে জনবহুল স্থানে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসামগ্রী বিতরণ শুরু হয়েছে। জেলার সব উপজেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com