শেকৃবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশ: ১৫ জুলাই ২১ । ২৩:০৪

শেকৃবি সংবাদদাতা

ছবি: ফাইল

করোনা মহামারির কারণে সীমিত পরিসরে উদযাপিত হয়েছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০১ সালের ১৫ জুলাই এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। অবশ্য এর আগে এ ভূখণ্ডের প্রথম কৃষি প্রতিষ্ঠান হিসেবে এটি ছয় দশকেরও বেশি সময় ধরে যুগোপযোগী কৃষিবিদ ও কৃষিবিজ্ঞানী তৈরিতে ভূমিকা রেখেছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

এদিন সকাল সোয়া ৯টায় প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা একে ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. অলোক কুমার পাল, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনসহ সীমিত সংখ্যক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রনেতা।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জড়িত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে করোনাজনিত পরিস্থিতিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে দূরে থাকলেও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সরব আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com