র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ আশু আলী বাহিনীর প্রধান নিহত

প্রকাশ: ১৭ জুলাই ২১ । ১২:১৪

কক্সবাজার অফিস

কক্সবাজার শহরে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’  আশু আলী বাহিনীর প্রধান আশু আলী (২৫) নিহত হয়েছেন।

শনিবার ভোরে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি  নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান।

তিনি জানান, আশু আলী সম্প্রতি শহরের রুমালিয়ারছড়ায় ডাবল মার্ডার মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বড়বিল এলাকায় অভিযানে চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের অবস্থান টের পেয়ে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে আশু আলীর মরদেহ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com