
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ১৩
প্রকাশ: ১৭ জুলাই ২১ । ১৬:২৩ | আপডেট: ১৭ জুলাই ২১ । ১৬:২৫
বরিশাল ব্যুরো

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে চার জন করোনা পজেটিভ ছিলেন। বাকি নয় জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে।
এদিকে, গত কয়েক সপ্তাহ যাবৎ বরিশাল বিভাগে প্রতিদিন ৫০০ জনের বেশি করোনায় আক্রান্ত শনাক্ত হলেও হঠাৎ করেই শনিবার তা কমে গেছে। গত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫৬ জন।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৭৭ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ১২ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস শনিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ১০৪ জন, পটুয়াখালীতে ১০ জন, ভোলায় ৩৮, বরগুনায় ১ এবং ঝালকাঠিতে ৩ জন।
এ পর্যন্ত বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ২৮৭ জনে পৌঁছেছে।
এদিকে, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিটে শনিবার ২৫৩ জন রোগী ভর্তি রয়েছেন, যার মধ্যে ৮৪ জনের করোনা পজিটিভ। এছাড়া ২৪ ঘন্টায় এই ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com