
পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির চিতল, ৩৩ হাজারে বিক্রি
প্রকাশ: ১৭ জুলাই ২১ । ১৯:৫৯
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

১৬ কেজি ওজনের চিতল, ছবি: সমকাল
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১৬ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। চিতলটি পেয়ে ঈদ আনন্দ শুরু হয়ে গেছে জেলে আজগর আলীর। দুই হাজার টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি। এরপর সেটি ঢাকায় বিক্রি হয় ৩৩ হাজার ৬০০ টাকায়।
শনিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের কর্নেশনা কলাবাগান এলাকায় চিতলটি ধরা পড়ে। এরপর দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য আনা হয়।
এসময় সর্বোচ্চ দরদাতা হিসেবে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে নেন। এত বড় আকারের চিতলটি দেখতে সেখানে উৎসুক জনতার ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
জেলে আজগর আলী বলেন, অনেক দিন হল বড় কোনো মাছ পাইনি। সামনে ঈদ, তাই খুব চিন্তাও হচ্ছিল, কীভাবে ঈদ করব। মাছটি পেয়ে সেই চিন্তা আর নেই আমাদের। এখন আমরা খুব ভালো মতো ঈদ আনন্দ করতে পারব।
ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মাছটি কেনার পর ঢা্কা থেকে এক ব্যবসায়ী যোগাযোগ করেন। তিনি দুই হাজার ১০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৬০০ টাকায় চিতলটি আমার কাছ থেকে কিনে নিয়েছেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠা পানির সুস্বাদু বড় চিতল মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com