শ্রীমঙ্গলে মেছোবাঘ উদ্ধার

প্রকাশ: ১৭ জুলাই ২১ । ২০:৪৭

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

উদ্ধার করা মেছোবাঘ, ছবি: সমকাল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ধানক্ষেত থেকে আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শনিবার সকালে সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার নাথ বাড়ির পাশ থেকে বাঘটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন বাঘটিকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে বিষয়টি জানায়। এরপর ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সেখানে গিয়ে বাঘটি উদ্ধার করেন।

স্বপন দেব সজল বলেন, স্থানীয়রা ফোন করে জানালে আমি সেখান গিয়ে আহত অবস্থায় মেছোবাঘটি উদ্ধার করি। পরে এটিকে প্রাথমিক চিকিৎসা দিই। বাঘটি আসলে মারাত্মক আঘাত পেয়েছে। বিষয়টি বন বিভাগকে অবহিত করেছি। বাঘটির কোমরে কেউ লাঠি দিয়ে আঘাত করে থাকতে পারে বা দুর্ঘটনার শিকার হয়েছে বলেও জানান তিনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com