টিকা নিয়েও করোনা আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১৭ জুলাই ২১ । ২১:১৩

অনলাইন ডেস্ক

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ

করোনাভাইরাস টিকার দুই ডোজই নিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। এরপরও তিনি কভিড আক্রান্ত হয়েছেন। শনিবার তার সংক্রমণ ধরা পড়ে।

নিজেই এক টুইটে জানিয়েছেন, শুক্রবার রাতে অস্বস্তি অনুভব করায় করোনার র্যা পিড টেস্ট করান। করোনা পজিটিভ এসেছে। পিসিআর টেস্টের ফল আসার আগ পর্যন্ত বাসায় আইসোলেশনে থাকবেন তিনি।

সাজিদ জাভিদ গত জুনে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হন। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি ভেঙে এক সহকারীকে চুমু খাওয়ায় সমালোচনার মুখে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন আগের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

তখন অর্থমন্ত্রীর দায়িত্ব ছেড়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পান পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com