পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ৬শ ট্রাক

প্রকাশ: ১৭ জুলাই ২১ । ২১:৪৩

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রায় ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। শনিবার বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানা যায়, এ নৌ-রুটে চলাচলরত ১৭টি ফেরির মধ্যে দুইটি ফেরি বিকল হয়ে মেরামতের জন্য পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে পড়ে থাকায় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। 

তবে ঈদ উপলক্ষে ১৯টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে। অপর দিকে আরিচা-কাজীরহাট নৌ-রুটে ৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এ দুই নৌ-রুটে ফেরি স্বল্পতা, যানবাহনের চাপ বৃদ্ধি ও নদীর স্রোতে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় প্রায় দ্বিগুণ সময় লাগছে। এ কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের কারণে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস আগে পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদেরকে ঘাট এলাকায় ২-৩দিন ধরে অপেক্ষায় পড়ে থাকতে হচ্ছে।

সাভার থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ট্রাক চালক লালন শেখ বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত ঘাটে যানজটের কারনে শনিবার বিকেল ৩টায়ও ফেরিতে ওঠতে পারেননি। এ রকম  প্রায় ৬ শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। 

এ দিকে স্বস্থ্যবিধির তোয়াক্কা না করে লঞ্চে গাদাগাদি করে যাত্রী পারাপার করা হচ্ছে। আরিচা বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মাসুদ রানা বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ২২টি ও আরিচা কাজীরহাট নৌ-রুটে ১১টি লঞ্চ দিয়ে মোট ৩৩টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। স্বাস্থ্যবিধি অমান্য ও গাদাগাদি করে যাত্রী পারাপার করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান বলেন, ঈদে ঘরমুখো যাত্রী ও বাস বাসের চাপ অনেক কমে গেছে। তবে ৬ শতাধিক ট্রাক ও ছোট গাড়ির চাপ রয়েছে। 

ওসি ফিরোজ কবির বলেন, ঘাটে আইন-শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের নিরাপদে বাড়িতে পৌঁছানোর লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবার ঈদে ঘরমুখো মানুষকে ঘাট এলাকায় এসে দুর্ভোগ পোহাতে হবে না। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com