উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি হলেন অধ্যাপক মাহবুবা নাসরীন

প্রকাশ: ৩১ জুলাই ২১ । ০০:১৭

সমকাল প্রতিবেদক

অধ্যাপক ড. মাহবুবা নাসরীন- ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনার‌্যাবিলিটি স্টাডিজের পরিচালক। তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ এর ১৪ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মাহবুবা নাসরীনকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ৪ বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন। তবে, প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূলপদের প্রত্যাবর্তন করে অবসরগ্রহণের অনুষ্ঠানিকতা সম্পাদন শেষে এ মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। তিনি এই পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com