করোনায় তারাকান্দায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশ: ০২ আগস্ট ২১ । ০৮:৩৯

ময়মনসিংহ প্রতিনিধি

মো. আব্দুল জব্বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মরসিংহের তারাকান্দা উপজেলার ১নং তারাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল জব্বার (৬০) মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন।

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল জব্বার একজন দায়িত্বশীল, দক্ষ ও চৌকস চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে তারাকান্দা ইউনিয়ন ও তারাকান্দা উপজেলার অপূরণীয়  ক্ষতি হলো। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com