বগুড়ায় করোনা ও উপসর্গে আরও ২৬ জনের মৃত্যু

প্রকাশ: ০২ আগস্ট ২১ । ১২:৩৮

বগুড়া ব্যুরো

বগুড়ায় সরকারি-বেসরকারি তিনটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় মারা যাওয়া ওই ২৬ জনের মধ্যে ১৮ জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ১২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান সোমবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, করোনায় গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন বগুড়ার বাসিন্দা। বাকি ৮ জন অন্য জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিলেন।

বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ১ আগস্ট জেলায় মোট ৪৭৮ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ নমুনা পরীক্ষায় ৬২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ওই একই কলেজে জিন এক্সপার্ট মেশিনে ৪ টি নমুনা পরীক্ষায় ৩ এবং এন্টিজেন পরীক্ষায় ১৬৯ টি নমুনা পরীক্ষায় আরও ৫১জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩ টি  নমুনা পরীক্ষায় ১০জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

ডা. তুহিন জানান, জেলায় এখন পর্যন্ত মোট ১৯ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪জন। এ পর্যন্ত মারা গেছেন ৫৮২জন এবং চিকিৎসাধীন আছেন ১ হাজার ৪৮৪জন।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com