
বিশ্বখ্যাত গ্লুকোমিটার দেশে এনেছে ফার্মা আইএমইএক্স
প্রকাশ: ০২ আগস্ট ২১ । ১৪:৪৫ | আপডেট: ০২ আগস্ট ২১ । ১৬:০৮
অনলাইন ডেস্ক

ফার্মা আইএমইএক্স লিমিটেড বাংলাদেশে এনেছে বিশ্বখ্যাত গ্লুকোমিটার ব্র্যান্ড জিই জিএম ৫৫০। রোববার এ ব্যান্ডের উদ্বোধন হয়। ছবি : সংগৃহীত
টিম গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান ফার্মা আইএমইএক্স লিমিটেড বাংলাদেশে এনেছে বিশ্বখ্যাত গ্লুকোমিটার ব্র্যান্ড জিই জিএম ৫৫০। রোববার এই ব্রান্ডের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্লুকোমিটারের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে ফার্মা আইএমইএক্স লিমিটেডের প্রধান নির্বাহী ও পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, এটি খুবই অল্প নমুনা নিয়ে পাঁচ সেকেন্ডের মধ্যে রক্তের শর্করার মাত্রা নির্ভরযোগ্য ও নির্ভুলভাবে নিশ্চিত করতে পারে।
তিনি আরও জানান, সারা দেশের ডায়াবেটিক ও প্রি-ডায়াবেটিক রোগীরা ২৪ ঘণ্টার মধ্যে এই গ্লুকোমিটার এবং এর স্ট্রিপ সংগ্রহ করতে পারবেন।
টিম গ্রুপের অপর অঙ্গপ্রতিষ্ঠান টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই গ্লুকোমিটারের বিপণন ও বিতরণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল নকিব, টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিও ও পরিচালক আবুল মনসুর এবং টিম গ্রুপের অন্যান্য পরিচালক ও সহকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com