
টেকনাফে স্বর্ণ ও ইয়াবাসহ দম্পতি আটক
প্রকাশ: ০২ আগস্ট ২১ । ১৬:৩৯
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় স্বর্ণ ও ইয়াবাসহ দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে টেকনাফের দক্ষিণ ডেইল পাড়ায় স্বর্ণ ও ইয়াবার চালানসহ তাদেরকে আটক করা হয়।
আটক দম্পতিরা হলেন-দক্ষিণ ডেইল পাড়ার কালু মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৪০) ও তার স্ত্রী হামিদা খাতুন (৩৬)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দম্পতিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২ হাজার পিস ইয়াবা ও পাঁচ ভরি স্বর্ণ ও নগদ পঁচিশ হাজার টাকা এবং ১টি জাকি জাল পাওয়া যায়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com