
বিল গেটস ও মেলিন্ডার আনুষ্ঠানিক বিচ্ছেদ
প্রকাশ: ০৩ আগস্ট ২১ । ১১:৩৩ | আপডেট: ০৩ আগস্ট ২১ । ১২:০৯
অনলাইন ডেস্ক

ছবি: এএফপি
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদের জন্য যে আবেদন করেছিলেন তা অনুমোদন করেছেন বিচারক।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের একজন বিচারক তাদের এই বিচ্ছেদ অনুমোদন করেন। খবর সিএনএনের
গত ৩ মে বিল ও মেলিন্ডা গেটস তাদের ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন।
বিচ্ছেদের ঘোষণা দিয়ে বলেন, জুটি হিসেবে এগিয়ে যেতে পারি এটা আমরা আর বিশ্বাস করি না।
এক টুইট বার্তায় তারা ঘোষণা দিয়েছিলেন, আমাদের সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর আমরা আমাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি।
১৯৮০ সালে বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দেন মেলিন্ডা। সেখানেই দু’জনের পরিচয় হয়। ১৯৯৪ সালে তারা বিয়ে করেন।
এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com