দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

প্রকাশ: ০৩ আগস্ট ২১ । ১৯:৫০

নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে পুলিশের ডিএসবি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। 

তারা হলো- জেলার মহাদেবপুর উপজেলার ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের মোনায়েম হোসেন সজীব ও নওগাঁ সদর উপজেলার পূর্ব পাহাড়পুর গ্রামের মো. রতন আলী। 

এ ঘটনায় থানায় মামলার পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, সোমবার বিকেলে মোনায়েম হোসেন সজীব ও রতন সড়কের পাশে বসে মোবাইল ফোনে গেম খেলারত তরুণদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেন। পরে বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের আজাদের মুদির দোকানে যান। সেখানে পুলিশের ডিএসবি পরিচয় দিয়ে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখার জন্য তাকে জেল-জরিমানার ভয় দেখান। এরপর তার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে জোর করে এক হাজার টাকা আদায় করেন। আজাদের সন্দেহ হলে তাদের দু'জনকে কৌশলে আটকে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়। 

এ সময় তাদের কাছে থেকে একটি হিরো হ্যাং মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোনসেট, একটি টিপ চাকু, একটি পুলিশ স্টিক, একটি পুলিশ লেখা মানিব্যাগ, একটি পুলিশ লেখা চাবির রিং ও ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।

এ ঘটনায় মোনায়েম হোসেন সজীব ও রতনের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা করে তাদের মঙ্গলবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com