হেরে বিছানা ভেঙেছেন অস্ট্রেলিয়ানরা, ছিদ্র করেছেন দেয়াল

প্রকাশ: ০৫ আগস্ট ২১ । ১৩:৫৫

স্পোর্টস ডেস্ক

এখন পর্যন্ত ১৫টি স্বর্ণ জিতে টোকিও অলিম্পিকের পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া।

বর্তমানে বাংলাদেশে সফরে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারের শঙ্কায় স্টার্ক-হ্যাজলউডরা। অন্যদিকে, টোকিওতে চলমান অলিম্পিকে অংশ নিয়েছে অস্ট্রেলিয়ার রাগবি-ফুটবলসহ বেশ কয়েকটা দল।

সম্প্রতি তাদের বিপক্ষে অভিযোগ জানিয়েছে টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি। অভিযোগে বলা হয়েছে, তারা হোটেলের বিছানাপত্র ভেঙেছেন, রুমের দেয়ালে ছিদ্র করেছেন। হোটেল রুম ছেড়ে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার অ্যাথলেটরা এইসব কাণ্ড ঘটিয়েছেন। এছাড়া শুক্রবার দেশে ফেরার পথে ফ্লাইটে ‘অগ্রহণযোগ্য আচরণ’ করেছেন তারা।

আয়োজক কমিটির এমন অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে ফুটবল ও রাগবি ইউনিয়ন। বিশেষ করে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের ফ্লাইটে ‘উগ্র আচরণ’বিষয়ে নিজস্ব তদন্ত শুরু করেছে  রাগবি ইউনিয়ন।

অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী ম্যাট ক্যারল জানিয়েছেন, ‘আমরা অলিম্পিক আয়োজকদের কাছ থেকে কিছু অভিযোগ পেয়েছি, সেটি খতিয়ে দেখব। তবে যে ফ্লাইটে তারা এসেছেন, সে ফ্লাইটের কারও কাছ থেকে আমরা কোনো অভিযোগ পাইনি।’

অলিম্পিকে অন্যতম সেরা দলই অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ১৫টি স্বর্ণ জিতে পঞ্চম স্থানে আছে তারা। রুপা জিতেছে ৪টি আর ব্রোঞ্জ ১৭টি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com