
কিশোর গ্যাংয়ের ৭ সদস গ্রেপ্তার
প্রকাশ: ০৫ আগস্ট ২১ । ২০:১৯
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি
সিদ্ধিরগঞ্জের আদমজীর আবেদ আলী মার্কেট নতুন বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সক্রিয় ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ১১ এর সদস্যরা।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব ১১ এর লে.কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
কিশোর গ্যাং সদস্যদের কাছ থেকে সুচ গিয়ার চাকু, চাপাতি, স্টিলের পাইপও ছুরিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং এর সদস্যরা নিয়মিত সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে বলে র্যাব প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরে এ অভিযান চালায়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com