
এভাবে সিরিজ জিতবো কল্পনাও করিনি: পাপন
প্রকাশ: ০৭ আগস্ট ২১ । ০২:২৯
স্পোর্টস ডেস্ক

ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি
ঐতিহাসিক এক বিজয়ের অপেক্ষাতেই ছিল পুরো বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ জেতার কারণে অবিস্মরণীয় এক সিরিজ জয় হাতছানি দিচ্ছিল টাইগারদের। টানা দুই ম্যাচ জিতে সেটি করে দেখায় মাহমুদউল্লাহর দল। শুক্রবার তৃতীয় ম্যাচও জিতে সিরিজ নিশ্চিত করে ফেলে।
টানা তিন ম্যাচ জিতে সিরিজ জয় করা যেন বিশ্বাসই হচ্ছে না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। ম্যাচ শেষে পাপন জানান, ‘অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী ও পেশাদার দল। ওদের সাথে যে সিরিজ জিতবো না, তা কল্পনায় ছিল না। তবে এভাবে জেতার কথা জীবনেও চিন্তা করিনি।’
পাপন আরও বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ জেতাটা জরুরি ছিল। প্রথম ম্যাচ জেতার পর স্বস্তি অনুভব করছিলাম। দ্বিতীয় ম্যাচ জেতার পর আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। তখন মনে হচ্ছিল তৃতীয়টাও জিততে হবে। তখন অনেকেই বলেছিল বেশি বেশি হয়ে যাচ্ছে চাওয়া।’
অস্ট্রেলিয়াদের এই বাংলাদেশের কন্ডিশন তেমন পরিচিত না। উইকেট থেকেও তেমন সুবিধা আদায় করতে পারেনি সফরকারীরা। পাপন সেটি স্বীকার করলেও জানালেন, বাংলাদেশও হোম গ্রাউন্ডের পুরোপুরি সুবিধা পায়নি। তিনি বলেন, ‘হোম গ্রাউন্ডের একটা সুবিধা সবারই থাকে সেটা আমরা পেয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে বলতে গেলে আমরা আমাদের ঘরের মাঠের সুবিধা পাইনি। হোম গ্রাউন্ডে আমাদের সুবিধা কিন্তু পিচ না, দর্শক, সমর্থক। এই সমর্থনটাইতো ছিল না। মাঠভর্তি যদি সমর্থক থাকে তখন মনের মধ্যে আলাদা সাহস থাকে। সুতরাং এটা কিন্তু এবার আমাদের ছিল না।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com