রামেকে করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু

প্রকাশ: ০৭ আগস্ট ২১ । ০৯:২৮

রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে আরও ১২ জন মারা গেছেন। 

রামেকের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এদের মধ্যে রাজশাহীর বাসিন্দা ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার ২ জন, নাটোরের ১ জন, নওগাঁর ১ জন ও সিরাজগঞ্জের ১ জন বাসিন্দা ছিলেন। 

মৃতদের মধ্যে চারজন করোনা পজেটিভ,  পাঁচজন উপসর্গ নিয়ে এবং তিনজন করোনা নেগেটিভ হবার পর মারা যান। 

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০৭ জন। 

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১৮২টি নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩০ দশমিক ২১ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৯৭ নমুনায় ১৮ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com