ঝালকা‌ঠির সাংবাদিক আক্কা‌স সিকদারের বিরুদ্ধে আরও এক মামলা

প্রকাশ: ০৭ আগস্ট ২১ । ১৯:১৭

বরিশাল ব্যুরো

ঝালকা‌ঠির সাংবাদিক আক্কাস সিকদা‌রের বিরু‌দ্ধে আরও একটি মামলা করা হয়েছে। ঝালকাঠি যুব ম‌হিলা লী‌গের সহসভাপ‌তি ফা‌তেমা শরীফ মারধর ও শ্লীলতাহা‌নির অভিযোগ এনে বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন।

শনিবার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ তথ্য জানান। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৩ আগস্ট বরিশাল নগরীর সদর রোড সিটি কলেজের সামনে অভিযুক্ত আক্কাস হোসেন ও তার সহযোগীরা ফাতেমা শরীফকে মারধর ও শ্লীলতাহানি করেন। 

এর আগে বর্তমান সরকারের দুই মন্ত্রীকে নিয়ে মানহানিকর মন্তব্য করায় আক্কাসের বিরুদ্ধে গত ২৮ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে ঝালকাঠি থানায় একটি মামলা হয়। একই দিন জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে মন্ত্রীদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের লিখিত প্রতিবাদ জানানো হয়।

এরপর থেকে আক্কাস সিকদার পলাতক। এদিকে ঝালকাঠি প্রেসক্লাবের এক জরুরি সভায় গত ১ আগস্ট সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com