টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহর আবেদন নেবে সৌদি

প্রকাশ: ০৮ আগস্ট ২১ । ১২:২৬ | আপডেট: ০৮ আগস্ট ২১ । ১২:৫১

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র ওমরাহ হজ করার সুযোগ উন্মুক্ত করেছে সৌদি আরব।

৯ আগস্ট থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি মুসল্লিরা এ জন্য আবেদন করতে পারবেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা।

করোনা পরিস্থিতিতে প্রায় দেড় বছর ধরে বিদেশি মুসল্লিদের জন্য সীমান্ত বন্ধ রেখেছে সৌদি। এবার তা শর্ত সাপেক্ষে বিদেশি মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হলো।

সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যেসব মুসল্লি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে আসতে চান, তাদের আবেদন গ্রহণ শুরু হচ্ছে। ৯ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হবে।

তিনি জানান, ওমরাহর আবেদনে সৌদি আরব অনুমোদিত করোনার টিকা গ্রহণের সনদ যুক্ত করতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে সৌদির অভ্যন্তরীণ মুসল্লিদের ক্ষেত্রেও।



© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com