আজ মুখ খুলবেন মেসি

প্রকাশ: ০৮ আগস্ট ২১ । ১৩:৫০

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি। ছবি-গেটিইমেজেস

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবরে পুরো ফুটবল দুনিয়ায় চলছে তোলপাড়। আর্জেন্টাইন তারকাকে ছাড়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্লাবটি। সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাও। কিন্তু এখন অবধি এই ব্যাপারে একটি শব্দও শোনা যায়নি মেসির কাছ থেকে। 

অবশেষে এই তারকা ফুটবলের কথা শোনার অপেক্ষার অবসান হয়েছে। আজ রোববার স্থানীয় সময় দুপুর ১২টা অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল চারটায় সংবাদ সম্মেলন করবেন মেসি। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। 

গত বৃহস্পতিবার রাতে জানানো হয়, থাকার ইচ্ছে থাকলেও ক্যাম্প ন্যু ছাড়তে হচ্ছে মেসিকে। শনিবার বিস্তারিত ব্যাখ্যা দেন হুয়ান লাপোর্তা। বার্সা প্রেসিডেন্ট জানান, মেসির সঙ্গে চুক্তি নবায়ন করলে ঝুঁকিতে পড়বে ক্লাব এবং ১৫ আগস্ট লা লিগার নতুন মৌসুম শুরুর আগে অনেক বড় আর্থিক সমস্যার সম্মুখীন হবে তারা। তাই সমঝোতার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে দুইপক্ষ।

গত আগস্টে নিজেই বার্সা ছাড়তে চেয়েছিলেন। পারেননি ক্লাব কর্তৃপক্ষের জোরাজুরি আর সম্ভাব্য আইনি পথে হাঁটতে হবে বলে। কিন্তু মেসি এবার বার্সাতেই থাকতে চেয়েছেন। কাতালুনিয়াভিত্তিক মুন্দো দেপার্তিভো ও স্পোর্ট জানায়, লাপোর্তার সঙ্গে বৈঠক শেষে হোর্হে তাকে ফোনে জানালে বিষণ্ণ হয়ে পড়েন আর্জেন্টাইন সুপারস্টার। যখন চেয়েছিলেন যেতে পারেননি, এবার না চাইতেও যেতে হচ্ছে!

মেসিকে বেতন দেওয়ার মতো আর্থিক সক্ষমতা খুব বেশি ক্লাবের নেই। যাদের আছে তারা আবার নানান সমীকরণের কারণে খরচ করতে পারবে না। সব হিসাব-নিকাশ মাথায় রেখে মেসির জন্য 'ফিট' ভাবা হচ্ছে দুটি ক্লাবকে- ফ্রান্সের পিএসজি আর ইংল্যান্ডের ম্যানসিটি। গত বছর মেসি যখন বার্সা ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন এ দুটি ক্লাবই বেশি আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে দৌড়ে বেশি এগিয়ে ছিল ম্যানসিটি। তবে এবার শুরুতে এগিয়ে পিএসজি।

আর পিএসজিতে গেলে সাবেক সতীর্থ নেইমার তো বটেই, জাতীয় দল সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া আর আর্জেন্টাইন কোচ মাওরিসিও পচেত্তিনোকেও পাবেন মেসি। মাদ্রিদভিত্তিক পোর্টাল মার্কা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মেসির বাবা হোর্হে মেসি পিএসজির সঙ্গে যোগাযোগও করেছেন। পিএসজি এখন তাকে দলভুক্ত করার উপায় খুুঁজছে।

কিন্তু এক্ষেত্রে সমস্যা আছে জার্সি নিয়ে। কারণ পিএসজিতে নেইমারের জার্সি নাম্বার ১০। তবে বিদেশি গণমাধ্যমগুলো বলছে, প্রিয় বন্ধুর জন্য নাম্বার ১০ ছেড়ে দিতে প্রস্তুত ব্রাজিলিয়ান তারকা! তবে এসবই এখনও গুঞ্জন। হয়তো ধোঁয়াশা কেটে যাবে মেসি মুখ খুললেই। দেখা যাক, আজ কী বার্তা দেন খুদেরাজ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com