শ্রীপুরে ৫৪০০ নারী-পুরুষকে দেওয়া হলো করোনার টিকা

প্রকাশ: ০৮ আগস্ট ২১ । ১৫:০৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় শনিবার শ্রীপুর পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২৭টি বুথের মাধ্যমে ৫ হাজার ৪০০ জন নারী-পুরুষকে টিকা দেওয়া হয়।

শনিবার সকালে শ্রীপুরের তেলিহাটী ইউনিয়নের আবদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস, তেলিহাটী ইউপি চেয়ারম্যান আবদুল বাতেন সরকার প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com