ফুলবাড়ী সীমান্তে পাঁচ বাংলাদেশি আটক

প্রকাশ: ০৮ আগস্ট ২১ । ১৮:০০

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভারতের ইটভাটার কাজ করে বাড়ি ফেরার সময় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পাঁচ বাংলাদেশি নারী ও শিশুকে নো-ম্যান্স ল্যান্ড থেকে আটক করেছে বিএসএফ ।

পরে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কাছে হস্তান্তর করেছেন তারা।  

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় সমকালকে জানান, আটকদের মধ্যে তিন জনের বিরুদ্ধে বিনা পাসপোর্টে দেশে আসার অপরাধে মামলা করে থানায় সোপর্দ করেছেন বিজিবি। আর দুই শিশুকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হরেছে । আটক ওই তিন জনকে রোববার জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কামালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবুল কালাম (২৫), তার স্ত্রী শাহনাজ বেগম (২২) ও তার ছেলে শাহজালাল (৫) ,একই উপজেলার জকারহাট আমতলা গ্রামের ওমেদ আলীর স্ত্রী নুর জাহান বেগম (৩৫) তার ছেলে নূর ইসাম (৭)।

আটকের স্বজন বেলাল হোসেন জানান ,দালালদের মাধ্যমে তারা সীমান্ত পার হয়ে ভারতের দিল্লীতে ইটভাটার কাজে যুক্ত হন।  সেখানে দীর্ঘ দিন ধরে কাজ শেষে দালালদের মাধ্যমে কয়েক দিন ধরে দেশে ফেরার জন্য সীমান্তের অবস্থান করছিলেন। ভারতের ধাপড়াহাট ক্যাম্প এলাকা দিয়ে পার হওয়ার সময় বিএসএফ সদস্যদের হাতে আটক হন তারা। 

পরে শনিবার বিকেল ৫টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তের আন্তর্জাতিক ৯৪২ নং মেইন পিলারের সন্নিকটে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। 

বৈঠকে ভারতের ধাপড়াহাট ১৯২ ব্যাটালিয়ন বিএসএফের ইন্সপেক্টর বিবেক মিলা ৫ বাংলাদেশিকে লালমনিরহাট ১৫ বিজিবি কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলীর কাছে হস্তান্তর করেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com