চাপাতি হাতে শ্বশুরবাড়িতে জামাই

প্রকাশ: ০৮ আগস্ট ২১ । ১৯:৩৮ | আপডেট: ০৯ আগস্ট ২১ । ০২:২৬

চট্টগ্রাম ব্যুরো

চাপাতি হাতে শ্বশুর বাড়িতে আক্রমণ চালাতে গিয়ে গ্রেপ্তার সুজন দাশ। ছবি: সমকাল

পারিবারিক কলহের জেরে বাবার বাড়ি চলে যান স্ত্রী। তাকে ফেরাতে ব্যর্থ হয়ে চাপাতি হাতে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনকে হত্যা করতে যান জামাতা। তাৎক্ষণিক পুলিশের উপস্থিতিতে আক্রমণ করতে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে পুলিশ একঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে নিবৃত্ত ও গ্রেপ্তার করে।

শনিবার গভীর রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পূর্ব গোসাইলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সুজন দাশ চট্টগ্রামের হাটহাজারী থানার পূর্ব মেখল আলীপুর গ্রামের বাসিন্দা। 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, ১৩ বছর আগে বিয়ে করেন সুজন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। সম্প্রতি পরকীয়ায় জড়ান সুজন। বিষয়টির তার স্ত্রী জানতে পারেন। এ নিয়ে দু'জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে কয়েকদিন আগে বাবার বাড়ি চলে যান স্ত্রী। সুজন স্ত্রীকে বারবার ফিরে আসতে বললেও তিনি ফিরতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে হত্যার পরিকল্পনা করেন সুজন। 

পুলিশ কর্মকর্তা মহসীন আরও জানান, শনিবার রাতে দুইটি চাপাতি নিয়ে শ্বশুর বাড়িতে যান সুজন। তাকে দেখে বাসার গেইট ভেতর থেকে বন্ধ করে রাখেন স্ত্রী। সুজন দরজা কুপিয়ে ভাঙ্গার চেষ্টা করেন। এসময় খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। প্রথমে সুজন পুলিশের দিকে তেড়ে আসেন। পরে নিজেই গলায় চাপাতি চালিয়ে আত্মহত্যা করার হুমকি দিতে থাকেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে সুজনকে বুঝিয়ে নিবৃত্ত করা হয়। পরে চাপাতি দুটিসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। সুজনের স্ত্রী তার বিরুদ্ধে হত্যার চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com