চট্টগ্রামে পাহাড় কাটায় ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ০৮ আগস্ট ২১ । ২১:২৫

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে চারজনকে ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কেটে পরিবেশ নষ্ট করায় রোববার নগরের খুলশীতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এক শুনানি শেষে এই জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী। 

মোহাম্মদ নুরুল্লাহ নুরী জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে চারজনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্কও করা হয়েছে। জরিমানার টাকা তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধভাবে পাহাড় কেটে তারা পরিবেশ নষ্ট করেছে। অবৈধভাবে পাহাড় কাটাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে রোববার অপর এক শুনানিতে নগরের কালুরঘাট এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডকইয়ার্ড পরিচালনার অপরাধে মাইনুদ্দিন নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com