চট্টগ্রামে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাবেন ১ লাখ ৫ হাজার মানুষ

প্রকাশ: ০৮ আগস্ট ২১ । ২১:৪৯ | আপডেট: ০৮ আগস্ট ২১ । ২১:৫৩

চট্টগ্রাম ব্যুরো

আগে নিবন্ধিত ১ লাখ ৫ হাজার টিকা প্রত্যাশীদেরকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। রোববার থেকে নগরের জেনারেল হাসপাতালসহ বিভিন্ন কেন্দ্রে  দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ডোজ টিকা যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয়টিও একই কেন্দ্র থেকে নিতে হবে টিকা প্রত্যাশীদের। 

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, অ্যাস্ট্রাজেনেকার টিকার ২য় ডোজ যারা পাননি, তাদেরকেই এই টিকাগুলো দেওয়া হবে। যারা ইতিমধ্যে ২য় ডোজের জন্য এসএমএস পেয়েছেন, কিন্তু টিকা পাননি-তারা ওই এসএমএস দেখিয়ে ২য় ডোজ টিকা নিতে পারবেন। যারা প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তাদের ২য় ডোজে অন্য কোনো কোম্পানির টিকা নেওয়া যাবে না।

গত ৬ আগস্ট চট্টগ্রামে করোনাভাইরাসের অন্যান্য টিকার সঙ্গে ১ লাখ ৮ হাজার ডোজ কোভিশিল্ড এসে পৌঁছায়। এর মাধ্যমে প্রথম ডোজ নেওয়ার পর চার মাস ধরে ২য় ডোজের অপেক্ষায় থাকা লক্ষাধিক টিকাগ্রহীতার অপেক্ষা শেষ হলো।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদানের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেহেতু সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা ও ইউনিয়নে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে, সেহেতু আলাদা বুথে এই টিকা দেওয়া হবে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ২য় ডোজ টিকা দেওয়া হবে। একমাস টিকাদান কার্যক্রম চলবে। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com