আওয়ামী লীগ নেতা ফরহাদ রহমান মারা গেছেন

প্রকাশ: ১০ আগস্ট ২১ । ২২:১৩

সমকাল প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর শ্যামলিতে অবস্থিত বাংলাদেশ স্পেশিয়ালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়।

ফরহাদ রহমান মাক্কী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের বাবা। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফরহাদ রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সরাইলে নিজগ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সহকর্মী ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ জানান, গত বছর কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর ফরহাদ রহমানের ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। আগে কোনো লক্ষণ না থাকলেও কোভিডের কারণে ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, এই সাবেক সরকারি কর্মকর্তাকে ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি বাধ্যতামূলক অবসরে পাঠায়। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তিনি ২০০৯ সালে চাকরি ফেরত পান এবং অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com