গলা-ঘাড়ে কালো ছোপ দূর করবেন কীভাবে

প্রকাশ: ১৪ আগস্ট ২১ । ১২:১৩

অনলাইন ডেস্ক

মুখের যত্নে অনেকেই স্ক্রাবিং, ফেক প্যাক, ডিপ ক্লিনজিং, ময়েশ্চারাইজিং করেন। কিন্তু গলা-ঘাড়ের যত্ন নিয়ে বেশি ভাবেন না কেউ। কিন্তু দীর্ঘ দিন অযত্নে থাকলে ঘাড়ে-গলায় কালচে ছোপ পড়ে যায়। আবার সূর্যের তাপে পুড়েও অনেকের ঘাড়ে কালো ছোপ দেখা দেয়। গলা-ঘাড়ের এসব কালো ছোপ দূর করতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

বেকিং সোডা
: দু’চামচ বেকিং সোডা পানিতে মিশিয়ে একটি পেস্ট বানান। এরপর কালচে ছোপের উপর লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভিজে আঙুল দিয়ে স্ক্রাব করে নিন। বেকিং সোডা লাগানোর পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবেন।

আলুর রস :একটা আলু গ্রেট করে ছেঁকে রস বার করে নিন। এই রস তুলায় লাগিয়ে কালচে ছোপের অংশে লাগান। একদম শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

অ্যাপল সিডার ভিনেগার : অ্যাপল সিডার ভিনিগারের মধ্যে ত্বকের পিএইচ’এর ভারসাম্য বজায় রাখে। একটু পানির সঙ্গে অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে গলায় লাগিয়ে রাখুন। ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলবেন। ভালো ফল পেতে প্রতিদিন গোসলের আগে এই অভ্যাস তৈরি করুন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com