
কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
প্রকাশ: ১৪ আগস্ট ২১ । ১২:৩০
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লিয়াকত আলী (৭২) নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। শনিবার সকালে তার মৃত্যু হয়।
লিয়াকত ময়মনসিংহের তারাকান্দা থানার রামচন্দ্রপুর এলাকার জমির শেখের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, ময়মনসিংহের তারাকান্দা থানায় করা মামলায় ২০১৯ সালে ২০ মার্চ আদালত লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরে ২০১৯ সালে ৬ মে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। শনিবার সকালে কারাগারের ভেতর লিয়াকত অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সকাল ৯টার দিকে চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন।
ডেপুটি জেলার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com