ফোন করলেই পৌঁছে যাবে অক্সিজেন

প্রকাশ: ১৪ আগস্ট ২১ । ১৮:৫৯ | আপডেট: ১৪ আগস্ট ২১ । ২০:৫২

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন

হটলাইনে ফোন করা মাত্র বাড়িতে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন সেবা। এ সেবা দিতে ২৪ ঘণ্টা প্রস্তুত হটলাইন টিমের ১৫ জন সদস্য। মহম্মদপুরে ২৪ ঘণ্টা বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে মহম্মদপুরে গড়ে তোলা হয়েছে হটলাইন টিম। করোনাভাইরাস সংক্রমণের এ সময়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আসরাফুজ্জামান হিসামের সহযোগিতায় এ হটলাইন টিম গঠন করা হয়। 

শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়। হটলাইন টিমের প্রধান সমন্বয়ক মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ঈদুল শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও রামানন্দ পাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) জমির উদ্দীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকছেদুল মোমিন, ওসি নাছির উদ্দীন, মুফিজুর রহমান মিনা, কামরুল হাসান, নাজনীন রব্বানী, আব্দুল হাই মিয়া প্রমুখ। 

করোনাকালে বিনামূল্যে অসহায় মানুষের চিকিৎসা সেবা ও খাদ্য সহযোগিতা করতে মাগুরার মহম্মদপুর উপজেলায় জুলাই মাসের প্রথম দিকে হটলাইন টিমের যাত্রা শুরু হয়। শনিবার দুপুর থেকে এই টিমের সঙ্গে সংযুক্ত হয় ৬টি অপিজেন সিলিন্ডার। আসরাফুজ্জামান হিসামের সার্বিক সহযোগিতায় ও আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ২৪ ঘণ্টা বিনামূল্যে সেবা দেবেন এই হটলাইন টিমের ১৫ জন সদস্য।



© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com