দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন বিসিসির ১২ কর্মকর্তা-কর্মচারী

প্রকাশ: ১৪ আগস্ট ২১ । ১৯:৪৬

বরিশাল ব্যুরো

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান ও দুই নির্বাহী প্রকৌশলীসহ ১২ জন কর্মকর্তা-কর্মচারীকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল থেকে পর্যায়ক্রমে তাদের কাছে চাকরি থেকে অব্যাহতি দেয়ার অফিস আদেশ পৌঁছানো হয়। স্থায়ীভাবে চাকরিচ্যুতরা এর আগে কেউ সাময়িক বরখাস্ত আবার কেউ কেউ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে সংযুক্ত ছিলেন। এই ১২ জনসহ গত দুই বছরের মধ্যে বিসিসিতে কমপক্ষে ২০ জনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তাদের সবার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনা হয়েছে। 

সর্বশেষ চাকরিচ্যুত ১২ জন হলেন- বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির ও কাজী মনিরুল ইসলাম স্বপন, সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম টিপু, উপসহকারী প্রকৌশলী কমল কৃঞ্চ দাস, জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল, সহকারী বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মইন উদ্দিন, চিফ অ্যাসেসর মুশফিক আহসান আজম, সম্পত্তি শাখার স্টোর অফিসার মাহবুবুর রহমান শাকিল, আইন সহকারী মো. রফিকুল ইসলাম, হিসাব সহকারী মো. সালাম সরদার এবং হাঁটবাজার শাখার স্টল সহকারী আতাউর রহমান। 

বিসিসি সূত্রে জানা গেছে, ১২ জনকে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করার আদেশে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষর করেন গত ১৯ জুলাই। দশ দিন পর ২৯ জুলাই চিঠিতে অফিস স্মারক নম্বর দেয়া হয়। 

চাকরিচ্যুতির আদেশের চিঠিতে উল্লেখ করা হয়েছে, উল্লেখিত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ সময় সাময়িক বরখাস্ত এবং ওএসডি করে রাখা হয়েছিল। এ সময়ের মধ্যে তারা সংশোধন হননি। উপরোক্ত একই অপরাধের পুনরাবৃত্তি করায় বিসিসির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এসব কারণে গত ২৩ আগস্ট বিসিসির ৪র্থ পরিষদের নবম সাধারণ সভায় ৯০ দিনের বেতন পরিশোধ করে ১২ জনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে। 

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেনকে একাধিকবার কল দেয়া হলে তিনি রিসিভ করেননি। জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) স্বপন কুমার ১২ জনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, পরবর্তীতে বিসিসির পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com