রোববার জাতীয় শোক দিবসে যেসব সড়ক বন্ধ

প্রকাশ: ১৪ আগস্ট ২১ । ২১:১২ | আপডেট: ১৪ আগস্ট ২১ । ২১:১৪

সমকাল প্রতিবেদক

রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির তৈরি ম্যাপ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার রাজধানী ঢাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে ডিএমপি। শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, রোববার যান চলাচলে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে সবার শ্রদ্ধা নিবেদনের সুবিধার জন্য চারপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। অনুষ্ঠানে অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের সুবিধার্থে এবং যানজট এড়াতে রোববার ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অন্যান্য যানকে বিকল্প পথ ব্যবহার করতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর ও গাবতলী থেকে আসা রাসেল স্কয়ার-আজিমপুরমুখী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭ থেকে ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সায়েন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে। নিউমার্কেট ও সায়েন্সল্যাব থেকে আসা রাসেল স্কয়ারমুখী যানগুলোকে ধানমন্ডি দুই নম্বর সড়কের বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে যেতে হবে। রেইনবো-এফডিসি থেকে আসা যান সোনারগাঁও ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বাংলামটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে যাবে। 

আর আমন্ত্রিত অতিথিরা মানিক মিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭ নম্বর হয়ে মেট্রো শপিং মল থেকে ডানে মোড় এবং আহছানিয়া মিশন ক্রসিংয়ে বামে মোড় নিয়ে ৩২ নম্বরের পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালে ঢাকাবাসীর যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটবে বলে দুঃখ প্রকাশ করেছে ডিএমপি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com