১৫ মাসে নিম্ন আদালতে ১ লাখ ৬০ হাজার আসামির জামিন

প্রকাশ: ১৪ আগস্ট ২১ । ২২:৩৪

সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি

করোনা মহামারির মধ্যে ১৫ মাসে নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে ১ লাখ ৬০ হাজার ৭৬৮ আসামি জামিনে মুক্ত হয়েছেন। শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানায়।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত বছরের ১১ মে থেকে চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালনা হয়। এ সময় সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শুনানিতে ৩ লাখ ১৫ হাজার ৫৬৮টি মামলায় জামিন আবেদনের নিস্পত্তি হয়। এর মধ্যে ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন জামিন পেয়ে জেল থেকে মুক্ত হন। জামিনপ্রাপ্তদের মধ্যে শিশু আদালতে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ২ হাজার ২৬১ জন।

তিনি আরও জানান, চলতি বছরের ৩১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চু্যয়াল শুনানিতে মোট ১৫ হাজার ৩৪০টি মামলায় জামিন আবেদনের নিস্পত্তি ও ৯ হাজার ৬২২ জন জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com