
রংপুরে তিস্তা বাঁধের অংশ নদীতে বিলীন
প্রকাশ: ১৪ আগস্ট ২১ । ২২:৩৭
রংপুর অফিস

তিস্তা নদী
রংপুরের গঙ্গাচড়ায় তীব্র স্রোতে তিস্তা নদীর ডান তীরের ১৫০ ফুট বাঁধ ভেঙে গেছে। এতে হুমকির মুখে পড়েছে স্থানীয় সাউদপাড়া আলিম মাদ্রাসা, পোস্ট অফিস, মাজার, ঘরবাড়ি ও ফসলি জমি। ঠিকাদারের নিম্নমানের কাজে এ ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
শুক্রবার রাতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। এতে তিস্তা নদীর পানি বেড়ে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। রাতেই পানি কমে এলে তীব্র স্রোতে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সাউদপাড়া আলিম মাদ্রাসার সামনের বাঁধে ভাঙন দেখা দেয়।
এসময় এলাকাবাসী গাছের গুঁড়ি, বাঁশ ইত্যাদি ফেলে স্রোতের গতি কমিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করে। এরপরও সকালের মধ্যেই বাঁধের ১৫০ ফুট ভেঙে নদীতে চলে যায়। ফলে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে নদীতীরের মানুষের মধ্যে।
সাউদপাড়ার বাসিন্দা জুয়েল হোসেন বলেন, শুক্রবার রাত ৯টায় বাঁধে ভাঙন শুরু হয়। রাতেই গাছ কেটে নদীতে ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালাই। ঠিকাদার ঠিকমতো কাজ না করায় বাঁধে এ ভাঙন দেখা দিয়েছে। আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি। আমরা চাই, ঠিকমতো কাজ করে আমাদের বাড়ি-ভিটা, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও শহরের বাঁধ রক্ষা করুক।
স্থানীয় মোহসেনা বেগম বলেন, ‘কাইল বান বাড়ি য্যায়া বাঁধ ভাঙছে। আগোতে তিস্তা নদীত হামার ক্ষ্যাত-খামার চলি গেইচে। যদি বাড়ি-ভিটা কোনাও যায়, তাইলে হামরা কোটে থাকমো। সরকার বাঁধকোনা ভালো করি বান্দি দিক।’
সাউদপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ রোকনুজ্জামান বলেন, আমাদের এলাকায় বাঁধ নির্মাণে ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন। ফলে শুক্রবার বিপরীত স্রোতে বাঁধটি ভেঙে গেছে। আমরা চাই, জরুরি ভিত্তিতে বাঁধ রক্ষা করে শুস্ক মৌসুমে পরিপূর্ণভাবে এ বাঁধটি সংস্কার করা হোক।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা শহিদুর রহমান বলেন, শুক্রবার রাতে নদীতে পানি বাড়লে ব্যাক হুইলের সৃষ্টি হয়। এতে ইরোটেড হয়ে বাঁধের নিচের মাটি সরে গেছে। ফলে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের খবর পেয়ে রাতেই এ এলাকা পরিদর্শন করেছি। ভাঙন প্রতিরোধে এক হাজার জিওব্যাগ নদীতে ফেলা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে প্রয়োজনে আরও জিওব্যাগ ফেলা হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com