
সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাষ্ট্রে শোকসভা
প্রকাশ: ১৪ আগস্ট ২১ । ২৩:৩৮ | আপডেট: ১৪ আগস্ট ২১ । ২৩:৪২
ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

প্রয়াত সমকাল সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গোলাম সারওয়ারের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস লিটল বাংলাদেশ প্রেস ক্লাব।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশি কমিউনিটির মসজিদ আল ফালাহ্ মিলনায়তনে লস অ্যাঞ্জেলেস লিটল বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা।
অনুষ্ঠানে সাংবাদিক গোলাম সারওয়ারের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সময় টেলিভিশন ও সমকাল প্রতিনিধি লস্কর আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, আওয়ামী লীগ নেতা শওকত চৌধুরী টিপু প্রমুখ।
বক্তারা বলেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গোলাম সারওয়ার ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল আলো। তার মৃত্যুতে জাতি এক ক্ষণজন্মা গুণীজন হারিয়েছে, যা অপূরণীয়। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে কোরআনখানি, দরুদ ও মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ বেলাল।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com