জয়া উঁচু মানের অভিনেত্রী: ঋত্বিক

প্রকাশ: ২০ আগস্ট ২১ । ১২:২৪

অনলাইন ডেস্ক

অভিনেত্রী জয়া আহসানের কাজের প্রশংসা করলেন ভারতীয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী; জয়াকে উঁচু মানের অভিনেত্রী হিসেবেই দেখেন তিনি।

সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ঋত্বিক। শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

জয়া আহসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ইন্দ্রনীল রায় চৌধুরীর শর্ট ফিল্ম ‘ভালবাসার শহর’-এ একটি দৃশ্য ছিল দু’জনের। অভিনেতা হিসেবে যখন কাজ করি, তখন তো আলাদা করে রসায়নের বিষয় মাথায় রাখি না। চিত্রনাট্য, মুহূর্ত সব মিলিয়ে হয়তো পুরো বিষয়টা জমাট বাঁধে।

ঋত্বিক বলেন, শিল্পী ভালো হলে, তারা হয়তো আরও পরত যোগ করেন দৃশ্যে। খুব খারাপ অভিনেতা হলে আমি বুঝতে পারি না, ভাল করছে না কি খারাপ করছে। তবে জয়া খুব উঁচু মানের অভিনেত্রী। সেটা জানি বলেই বলছি, ‘বিনিসুতোয়’ ওকে ভাল লাগবে।

করোনা পরিস্থিতি সামলে উঠে আগামী নিয়ে পরিকল্পনা আশার কথা জানান তিনি। অভিনেতা বলেন, ২০২০ সালে যা হল, তা আমাদের ভাবনায় ছিল না। সকলে নিজেদের মতো করে বিষয়টা বুঝলাম। হলে ছবি রিলিজ়ের পরিস্থিতি তখন ছিল না। নিজের পেশা নিয়ে দুশ্চিন্তা, খারাপ লাগা ছিল, আছেও। আগামী দিনের দিশা এখনও স্পষ্ট নয়। তবে আশঙ্কার পাশাপাশি খানিক আশায় বুক বাঁধি। মনে হয়, দর্শক সিনেমা হলে ছবি দেখতে আসবেন।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com